দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আম জনতার এই আন্দোলনে ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়ার পর থেকে তা আরও গুরুত্ব পাচ্ছে। ফলে সেলেব দুনিয়া থেকে শুরু করে নেটদুনিয়া সকলেই একসুরে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। এই আন্দোলনে এইবার নতুন সংযোজন হলেন বিখ্যাত র্যাপার রাফতার। একটি লাইভ শো থেকে তিনি এই আইনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সোশ্যাল মিডিয়াতে ওই লাইভ শো-এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। জাইনাব সিকান্দার এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটিতে রাফতার দর্শকদের সামনে তাঁর নিরাপত্তারক্ষী এবং বন্ধু আরশাদকে পরিচয় করিয়ে দেন। জানান ওই ব্যাক্তি তাঁর এতটাই খেয়াল রাখেন কেউ তাঁকে ধাক্কা মারতেও পারে না। তিনি বলেন, ‛যদি একে কেউ দেশ থেকে বার করে দেওয়ার কথা বলে তাহলে সামনে দাঁড়িয়ে আমি গুলি খাব।’
ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‛হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক বা মুসলিম হোক। সকলেই আমাদের ভাই। কাউকে বাইরে যেতে দেব না। তাতে আমার কেরিয়ার থাকুক আর না থাকুক। আমি পরোয়া করি না।’ এমনিতেই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে দেশ জুড়ে। তারপরে এই বিখ্যাত র্যাপারের এই ধরণের মন্তব্যতে প্রতিবাদীদের মনেই যে জোর বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন