দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‛দেশভক্ত’ বলে মন্তব্য করায় বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে একহাত নিলেন রাহুল গান্ধী। তিনি একটি ট্যুইট করে লিখেছেন, ‛সন্ত্রাসবাদী প্রজ্ঞা সন্ত্রাসবাদী গডসেকে বলছেন দেশভক্ত। ভারতের সংসদের ইতিহাসে এই দিনটি খুবই দুঃখের।’
Terrorist Pragya calls terrorist Godse, a patriot.
A sad day, in the history of
India’s Parliament.— Rahul Gandhi (@RahulGandhi) November 28, 2019
নাথুরাম গডসে একটি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাস করতেন বলেই গান্ধীজিকে হত্যা করেছিলেন। বুধবার স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (সংশোধনী) বিল নিয়ে লোকসভায় বক্তব্য পেশ করার সময় এহেন মন্তব্য করেন ডিএমকে সাংসদ এ রাজা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
বিলের ব্যাপারে আলোচনা করতে গিয়ে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে উদাহরণ দিচ্ছিলেন এ রাজা। এ সময় বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর বলেন, ‛আপনি এই প্রসঙ্গে এক দেশভক্তের উদাহরণ দিতে পারেন না।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন