Saturday, December 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

যত নষ্টের মূলে ‘‌গব্বর সিং ট্যাক্স’‌, বেহাল অর্থনীতি নিয়ে ফের মোদী সরকারকে আক্রমণ রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশের বেহাল অর্থনীতি নিয়ে একের পর এক মোদী সরকারকে আক্রমণ করেই চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার দেশের বেহাল অর্থনীতি ও নজিরবিহীন জিডিপি পতনের জন্য জিএসটি-কে দায়ী করলেন রাহুল। মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, যত নষ্টের মূলে ‘‌গব্বর সিং ট্যাক্স’‌। রবিবার টুইটারে অর্থনীতি নিয়ে এক ভিডিও বার্তায় তাঁর অভিযোগ, ভুলে ভরা জিএসটি–‌‌র কবলে পড়ে কয়েক লক্ষ গরিব পরিবার সর্বস্বান্ত হয়েছে। কয়েক কোটি মানুষ কাজ খুইয়েছেন। রাজ্যগুলোর আর্থিক স্থিতাবস্থা নষ্ট হয়েছে।

গত সপ্তাহেই রাহুল অভিযোগ করেছেন, নোটবন্দি, জিএসটি এবং লকডাউন— এই ৩টি পদক্ষেপ দেশের অসংগঠিত ক্ষেত্রের ওপর মোদি সরকারের আঘাত। যদিও রাহুলের আক্রমণে কর্ণপাত করতে নারাজ বিজেপি।

এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি যে ভিডিওটি শেয়ার করেছেন, তাতে তিনি বলেছেন, ‘‌অসংগঠিত ক্ষেত্রে দ্বিতীয় সবচেয়ে বড় (‌প্রথমটি নোটবন্দি)‌ আঘাত হেনেছে জিএসটি। জিএসটি ইউপিএ সরকারের আইডিয়া ছিল। কর ব্যবস্থার সরলীকরণ করে একটি মাত্র কর নেওয়ার পরিকল্পনা ছিল। এনডিএ–‌র জিএসটিতে ২৮ শতাংশ পর্যন্ত মোট ৪টি ভিন্ন ধাপের কর রয়েছে। যা সমগ্র প্রক্রিয়াকে জটিল করে তুলছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বোঝা সইতে পারছেন না। জটিলতা বুঝতেও পারেন না। বড় ব্যবসায়ীরা ৫, ১০, ১৫ জন অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করেন। এই ৪টি স্তরের কর ব্যবস্থা শুধুমাত্র দেশের সবচেয়ে বড় শিল্পপতি সুবিধাভোগীদের বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে। দেশের ১০, ১৫ জন শিল্পপতি নিজেদের সুবিধা মতো জিএসটি–‌‌র ধাপ বদলে নিতেও পারেন। তাদের ওপর তলায় হাত রয়েছে।’‌

রাজ্যগুলির জিএসটি বাবদ বকেয়া না মেটানো নিয়েও সুর চড়িয়েছেন রাহুল। বলেছেন, ‘‌এনডিএ–‌র জিএসটি রাজ্যগুলোকে শুধুই গ্রহীতা করে রেখেছে। এখন রাজ্যের বকেয়া মেটাতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। জিএসটি শুধু সরকারের ব্যর্থতা নয়, এটি গরিবের ওপর চরম আঘাত।’‌

 

Leave a Reply

error: Content is protected !!