Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

হাথরসে রাহুলকে গলাধাক্কা যোগীর পুলিশের, শেষে গ্রেফতার! সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসে যাওয়ারর পথে গ্রেফতার করা হল রাহুল গান্ধীকে। তার আগে দেওয়া হল গলাধাক্কা। উত্তরপ্রদেশ পুলিশের ধাক্কায় মাটিতে পড়েই যান তিনি। আগেই গাড়ি আটকানো হয়েছিল। তারপর হেঁটে হাথরাসে যাওয়ার সময় রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় রাহুলকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, পুলিশের ধাক্কায় এক সময় মাটিতে পড়ে যান রাহুল। উঠে দাঁড়ানোর পর তাঁর সঙ্গে পুলিশের আরও একপ্রস্ত ধস্তাধস্তি শুরু হয়। তার আগে পথের মধ্যেই পুলিশের সঙ্গে রাহুলের তর্কাতর্কি শুরু হয়। কর্তব্যরত পুলিশ অফিসার রাহুলকে বলেন, ‘‘আপনি ১৪৪ ধারা ভাঙছেন।’’ পাল্টা রাহুল বলেন, ‘‘১৪৪ ধারার অপব্যবহার করছেন আপনারা।’’

 

Leave a Reply

error: Content is protected !!