দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষি আইন বাতিলের দাবিতে আটঘাট বেঁধে পথে নামছে কংগ্রেস। ইতিমধ্যেই আইন বাতিলের দাবিতে দেশজুড়ে সই সংগ্রহ অভিযান চালিয়েছে কংগ্রেস। চমকপ্রদভাবে দলের এই ভগ্ন দশাতেও মাত্র কয়েক দিনে প্রায় ২ কোটি সই তাঁরা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন বলে কংগ্রেস নেতাদের দাবি।
কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা প্রথম করেন রাহুল গান্ধীই। তিনিই পাঞ্জাবে গিয়ে ট্র্যাক্টরে চেপে আন্দোলনের সূচনা করেন। তবে, দিল্লিতে যে কৃষি বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভকে স্বতঃপ্রণোদিত বলেই দাবি করেছে কংগ্রেস। কৃষকদের সংঠনগুলিও জানিয়ে দিয়েছে, তাঁদের বিক্ষোভে কোনও রাজনীতির যোগ নেই। তবে, শুরু থেকেই কংগ্রেস যে এই বিক্ষোভকে নৈতিক সমর্থন দিয়ে আসছে, সেকথা কারও অজানা নয়।
বিজেপি নেতারা স্পষ্ট দাবি করেছেন, কৃষকদের এই বিক্ষোভের নেপথ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং কংগ্রেসের প্রত্যক্ষ মদত আছে। এতদিন আইন বাতিলের দাবিতে সোশ্যাল মিডিয়ায় টুকটাক সরব হচ্ছিলেন রাহুল গান্ধী নিজেও।
কৃষি আইনের বিরুদ্ধে রাহুলের পথে নামার খবর প্রকাশ্যে আসতেই, তাঁকে কটাক্ষ করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা নরোত্তম মিশ্র। প্রাক্তন কংগ্রেস সভাপতির উদ্দেশে তাঁর খোঁচা, “রাহুল গান্ধী তো জানেনই না আলু মাটির উপরে ফলে না নিচে।” বিজেপি নেতার দাবি, দিল্লির কৃষক বিক্ষোভে উসকানি দিচ্ছে তথাকথিত ‘টুকরে টুকরে গ্যাং’।