Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

নিজের জন্যে ৮,৪০০ কোটির বিমান কিনতে পারলেও রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ দিতে পারেন না, মোদীকে আক্রমণ রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নিজের জন্যে ৮,৪০০ কোটির বিমান কিনতে পারলেও রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ দিতে পারেন না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিএসটি ইস্যুতে ফের একবার এভাবেই আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত মাস এবং আগামী মাস অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে কর ও ধার সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে। কেন্দ্রীয় সরকার আরও ১.৬ লক্ষ কোটি টাকা ধার নেওয়ার বিষয়ে সংসদের অনুমতি চেয়েছে। আর ১৩ টি রাজ্য এই ইস্যুতে ও জিএসটি ক্ষতিপূরণ সংক্রান্ত বিবাদের বিষয়ে ধার নেওয়ার সময়সীমা সংক্রান্ত সম্মতি চেয়েছে। এহেন পরিস্থিতিতে ফের রাজ্য়গুলিকে জিএসটি ক্ষতিপূরণ দেওয়া নিয়ে তোপ দাগলেন রাহুল গান্ধী।

এদিন মোদী সরকারকে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী টুইট করে লেখেন, ‘কেন্দ্র কর্পোরেট সেক্টরকে ১.৪ লক্ষ কোটি টাকার কর মুকুব করে দিতে পারে, প্রধানমন্ত্রী মোদী নিজের জন্যে ৮,৪০০ কোটি টাকা দিয়ে বিশেষ ২টি বিমান কিন্তে পারেন, কিন্তু জিএসটি ক্ষতিপূরণ দেওয়ার বেলায় রাজ্যগুলিকে ঋণ নিতে বলা হচ্ছে। কেন্দ্রের কাছে নাকি টাকা নেই!’

এরপর বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে রাহুল গান্ধী লেখেন, ‘আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরা আপনাদের ভবিষ্যৎ কেন বন্ধক রাখছে কেন্দ্রের কাছে?’

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই কেন্দ্রের করোনা নিয়ন্ত্রণ চেষ্টা, বেকারত্ব, অর্থনৈতিক অগ্রগতি সহ লাদাখ ইস্যুতে প্রায় প্রতিদিনই নিয়ম করে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। সেই প্রবাহ বজায় রেখএই আজকের এই আক্রমণ।

Leave a Reply

error: Content is protected !!