দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসির দিনই সংবাদ মাধ্যমের কাছে একটি গোপন কথা প্রকাশ করলেন তার বাবা বদ্রিনাথ সিং। তিনি জানান, মেয়ের মৃত্যুর পরে অনেকেই তাঁদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু রাহুল একা তাঁদের টানা সাহায্য করে গিয়েছেন। তাঁর কথায়, “মেয়ের মৃত্যু আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। রাহুল গান্ধীর রাজনীতি যাই হোক, তিনি আমাদের কাছে দেবদূতের মতো।”
বদ্রীনাথ আরও জানিয়েছেন, রাহুল বিশেষ করে নির্ভয়ার ভাইকে সাহায্য করতেন। রাহুলের সাহায্যেই সে এখন পাইলট হয়েছে। রাহুলও নির্ভয়ার পরিবারকে সাহায্য করা নিয়ে রাজনীতি করেননি। নানাভাবে সাহায্যও করেছেন, কিন্তু বাইরে সেকথা জানাতে কঠোরভাবে নিষেধ করে দিয়েছিলেন। নির্ভয়ার বাবা বলেন, “রাহুলের কাছে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তিনি আমাদের বরাবরই বলতেন, মানবিক কারণেই তিনি আমাদের সাহায্য করছেন।”
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps