দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শনিবার বিকেলে ফের হাথরসে নির্যাতিতার বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন রাহুল গান্ধী। সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা গান্ধীও। এ দিনও যোগীর পুলিশের বাধার মুখে পড়তে পারেন রাহুল-প্রিয়াঙ্কা। একটি চ্যানেলের খবর, দিল্লি এবং উত্তরপ্রদেশ সীমানাতেই কংগ্রেসের প্রতিনিধিদলকে বাধা দেওয়া হবে।
বৃহস্পতিবার রাহুলকে গন্তব্যের অনেক আগেই আটকে দেওয়া হয়েছিল। হাথরসের বুল গড়হী গ্রামে নির্যাতিতার বাড়ি। সেই গ্রামে ঢোকার আগেই রয়েছে পুলিশের ব্যারিকেড। পুলিশ জানিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)-এর তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ।
আজও কী হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ, কংগ্রেস ট্যুইট করে জানিয়েছে, উত্তরপ্রদেশে দলের সভাপতি অজয় কুমার লাল্লুকে গৃহবন্দি করা হয়েছে। তবে এ দিন রাহুলের দলও ভারী থাকবে। তাঁর সঙ্গে ৪৫ থেকে ৫০ জন প্রতিনিধি যোগ দিতে পারেন বলে কংগ্রেস সূত্রে খবর।