দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে বিহারে। বিহারে জনমত সমীক্ষা বলছে নীতীশ কুমার জনপ্রিয়তা হারাচ্ছেন। বিহারের সিংহভাগ ভোটারই নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদে চাইছেন না বলে জানা গিয়েছে। উল্টো দিকে মহাজোটের জনপ্রিয়তা বাড়ছে। এবারে নীতীশের গদি উল্টে দিতে পারে মহাজোট এমনই ইঙ্গিত দিয়েছে জনমত সমীক্ষা।
রাজ্যের কৃষক, মজদুরদের জন্য ভোট দিন আহ্বান জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাই মহাজোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ টুইটে এই আহ্বান জানিয়েছেন। সকাল থেকেই বিহারের ৭১টি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ। নীতীশ মুক্ত বিহার গড়ার ডাক দিয়েছেন চিরাগ পাসোয়ান।