Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভোটের মুখে ট্রেনের ভাড়া কমাল রেল, ৪ বছর পর ভাড়া কমল প্রায় ৫০ শতাংশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনাকালে বেড়ে যাওয়া ভাড়া কমাল রেল। কমল অসংরক্ষিত সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের টিকিটের দাম। প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ ভাড়া কমছে। ভাড়া বাড়ানোর আগে রেল প্যাসেঞ্জার ট্রেনকে প্যাসেঞ্জার এক্সপ্রেস নাম দিয়ে ভাড়া বাড়ায়। সর্বনিম্ন টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। বৃহস্পতিবার ১ মার্চ থেকে সেই ভাড়া কমে আবার ১০ টাকা হয়ে যাচ্ছে। যে সব ট্রেনের নম্বর শূন্য দিয়ে শুরু হয় সেই সব মেমু এবং ডেমু ট্রেনের সর্বনিম্ন ভাড়াও ৫০ শতাংশ কমানো হয়েছে। গোটা দেশে সব রেলের ক্ষেত্রেই নতুন ভাড়া চালু হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!