Thursday, March 13, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

আমিরশাহি ছেড়ে দেশে ফিরলেন সুরেশ রায়না, আইপিএল খেলবেন না এবছর

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ব্যাক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেন চেন্নাই সুপার কিংসের নির্ভরযোগ্য বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। একের পর এক ধাক্কা চেন্নাই সুপার কিংসে। একে তো আইপিএল খেলতে আমিরশাহি পৌঁছনোর পরেই করোনায় কোণঠাসা সিএসকে।

এবার দলের নির্ভরযোগ্য তারকা সুরেশ রায়নাকে গোটা মরশুমের জন্য হারিয়ে বসল তারা। চেন্নাইয়ের তরফে সিইও কাসি বিশ্বনাথন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে রায়নার ভারতে ফেরার কথা জানিয়ে দেন।

 

 

Leave a Reply

error: Content is protected !!