দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যে আসার পর থেকেই নবান্নের সঙ্গে বিবাদ লেগেই রয়েছে রাজ্যপালের, যা রাজ্যের ইতিহাসে নজির। ‘রাজভবন এখন বিজেপির কেন্দ্রীয় অফিস’, এবার রাজ্যপাল জগদীপ ধনখরকে এভাবেই আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বিজেপি কর্মীর মৃত্যুকে মুখ্যমন্ত্রী খোঁচা দেন রাজ্যপাল। কিন্তু বসে থাকেনি তৃণমূলও। পাল্টা কটাক্ষ করে তৃণমূল। চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্য, ‘ভারতীয় জনতা পার্টির প্রধান অফিস এখন রাজভবন। রাজ্যপাল একজন আইনজ্ঞ। একটা বিষয়ে তদন্তের আগে উনি এই ধরনের কথা কীভাবে বলে আমি জানি না।’