Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

টাকার জোরে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি! কংগ্রেসের অভিযোগে তোলপাড় রাজস্থান

সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিধায়কদের সরানো হল রিসর্টে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : টাকার জোরে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি, নাম না করে এমনই গুরুতর অভিযোগ তুলল রাজস্থান কংগ্রেস। রাজ্যের দুর্নীতি দমন শাখার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দলের তরফে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, বিধায়ক প্রতি ২৫-৩০ কোটি টাকার টোপ এবং পদের লোভ দেখানো হচ্ছে। নাম না করলেও বুঝতে অসুবিধা হচ্ছে না কংগ্রেসের নিশানা কোন দিকে।

বিপদ বুঝে দিল্লি-জয়পুর হাইওয়ের ধারে শিবভিলা নামক একটি রিসর্টে সরানো হয়েছে রাজস্থানের কংগ্রেস বিধায়কদের। রাজস্থান বিধানসভার মুখ্য সচেতক তথা কংগ্রেস নেতা মহেশ যোশী রাজ্যের দুর্নীতি দমন শাখাকে চিঠি দিয়ে লিখেছেন, ‛গুজরাত, মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো রাজস্থানেও বিধায়ক কেনার চেষ্টা হচ্ছে। গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।’ তিনি লিখেছেন, ‛আমাদের বিধায়ক এবং যে নির্দল বিধায়করা আমাদের সমর্থন করেছেন তাঁদের অর্থ দিয়ে কেনার চেষ্টা হচ্ছে।’

রাজস্থানে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১০৭। ভোটে ১০১ জন জিতেছিলেন। ভোটের পর মায়াবতীর দল বিএসপির টিকিটে জেতা ৬ জন কংগ্রেসে যোগ দেন। অন্যদিকে বিজেপির রয়েছে ৭২ বিধায়ক। সেইসঙ্গে আরও ৬ বিধায়ক রয়েছে তাঁদের দিকে। গোটা ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে। বুধবার মাঝ রাতে দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করতে শিবভিলা রিসর্টে যান কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। দফায় দফায় বৈঠক করেন তিনি।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!