Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মুসলিম হওয়ার কারণে অন্তঃস্বত্তাকে ফিরিয়ে দিল হাসপাতাল! মারা গেল সদ্যোজাত শিশু

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অন্তঃসত্ত্বা মুসলিম মহিলাকে হাসপাতালে ভর্তি করতে অস্বীকার করায় রাজস্থানের ভরতপুর জেলার একটি সরকারি হাসপাতাল তদন্তের মুখে পড়েছে। অভিযোগ, মুসলিম হওয়ার কারণে তাঁদের ভর্তি নেওয়া হয়নি। পরে ওই মহিলা অ্যাম্বুল্যান্সের মধ্যে প্রসব করলেও সদ্যোজাতের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, ওই মহিলাকে রাজস্থানের সিক্রি হাসপাতাল থেকে জেলা সদরের জানানা হাসপাতালে রেফার করা হয়েছিল। যেখানে তাকে ডঃ মণিত ওয়ালিয়া নামে একজন ডাক্তার ভর্তি করতে অস্বীকার করেছিলেন। ধর্মের কারণে ওই মহিলাকে ভর্তি করতে অস্বীকার করায় ভরতপুরের সরকারি হাসপাতালে বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

মহিলার স্বামী ইরফান খানের অভিযোগ, ‛ভরতপুরের মহিলা হাসপাতালের ডাক্তারেরা জানিয়ে দেন, যেহেতু আমরা মুসলিম তাই আমাদের জয়পুরে যেতে হবে।’ তাঁর বক্তব্য, ‛অ্যাম্বুল্যান্সে করে জয়পুরে নিয়ে যাওয়ার সময়েই আমার স্ত্রী সন্তানের জন্ম দেন। কিন্তু আমাদের সন্তান বাঁচেনি। আমাদের সন্তানের মৃত্যুর জন্য জেলা প্রশাসনই দায়ী।’

Leave a Reply

error: Content is protected !!