Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লি সরকারের ডানা ছাঁটতে লোকসভার পর রাজ্যসভাতেও বিল পাশ, ‘‌গণতন্ত্রের কালো দিন’, বললেন কেজরিবাল

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিল্লি সরকারের ডানা ছাঁটতে লোকসভার পর রাজ্যসভাতেও বিল পাশ। তীব্র বিরোধিতা, তুমুল হই–হট্টগোলের মধ্যে রাজ্যসভায় পাশ হয়ে গেল দিল্লির প্রশাসনিক ক্ষমতা সংক্রান্ত বিলটি। লোকসভায় আগেই পাশ হয়েছিল বিলটি। তারপরও বিলের বিরোধিতায় গলা চড়াতে শুরু করে বিরোধী দলগুলি। দিল্লির প্রশাসনিক ক্ষমতা কার হাতে থাকবে–নির্বাচিত সরকার নাকি উপরাজ্যপালের হাতে। তা নিয়ে টানাপোড়েন শুরু হয়। শেষ অবধি রাজ্যসভাতেও ভোটাভুটিতে পাশ হয়ে গেল জিএনসিটিডি বিলটি। দিল্লির প্রশাসনিক ক্ষমতা তুলে দেওয়া হল উপরাজ্যপালের হাতে। আর তাই নিয়েই বেজায় চটেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ‘‌গণতন্ত্রের কালো দিন শুরু হয়ে গেছে।’‌

কেজরির কথায়, দিল্লির ভোটে বিজেপি দু’‌বার হেরেছে। এখন শাসন ক্ষমতা নিজেদের হাতে রাখতে বিল পাশ করেছে। তাঁর অভিযোগ, নির্বাচিত সরকারের ক্ষমতা খর্ব করে তাকে ঠুঁটো করে রাখতে চাইছে কেন্দ্র। এইভাবে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও সংবিধানের উপরেও আঘাত হানা হচ্ছে। কেজরি বলেন, ‘‌আমরা হার মানব না, লড়াই থামাব না। মানুষের ক্ষমতা যাতে মানুষের হাতেই থাকে, সে নিয়ে লড়াই চলবে। যতই বাধা আসুক, আমরা থামব না।’‌

লোকসভায় এই বিল পাশের পরেই কেজরিওয়াল প্রশ্ন তুলেছিলেন, সব ক্ষমতা উপরাজ্যপালের হাতে থাকলে নির্বাচিত সরকারের আর কোনও ভূমিকা থাকবে না। দিল্লির শাসনব্যবস্থা পুরো কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাবে। দিল্লি বিল নিয়ে বিরোধীরা পাশে দাঁড়িয়েছে কেজরিওয়ালের। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন বলেন, ‘‌পাঁচটি রাজ্যে আর দু’দিন বাদেই ভোট। অথচ তৃণমূল রাজ্যসভার সাংসদেরা দিল্লি উড়ে যান কেন্দ্রের জিএনসিটিডি বিলটি আনার গা–জোয়ারি করে চেষ্টা আটকাতে। গণতন্ত্র, সংবিধান, সংসদের বুকে আরও একটি ছুরি বসানো হল।’‌

মঙ্গলবার দিল্লি বিলের প্রতিবাদে রাজ‌্যসভায় শোরগোল বাধান বিরোধী দলের সাংসদরা। ফলে বারবার মুলতবি হয় অধিবেশন। বুধবার অধিবেশনের শুরু থেকে বিল পাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপ, কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সাংসদরা। আরও একবার ‘ত্রুটিপূর্ণ’ এই বিলকে সংসদের স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি জানান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টি সাংসদ বিশ্বম্ভর প্রসাদ নিষাদরা। কিন্তু বিরোধী আপত্তি উড়িয়ে রাতেই রাজ্যসভায় পাস হয় বিলটি। প্রতিবাদে ওয়াক আউট করে কংগ্রেস, বিজেডি–সহ রাজনৈতিক দলগুলি। কেন্দ্রকে আক্রমণ করে আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, ‘‌দিল্লিতে পরপর দু’বার বিধানসভায় হেরেছে বিজেপি। তারই বদলা নিতে এই বিল পাস হল।’‌

 

Leave a Reply

error: Content is protected !!