Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ইউপির ভোটে জেতার জন্য বড় কোনও হিন্দু নেতাকে হত্যা করতে পারে বিজেপি! চাঞ্চল্যকর দাবি রাকেশ টিকাইতের

নয়াদিল্লি, ০১ সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে কোনও বড় হিন্দু নেতার হত্যা হতে পারে বলে চাঞ্চল্যকর দাবি করলেন কৃষক নেতা রাকেশ টিকাইত। কেন্দ্র সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কয়েক মাস ধরে আন্দোলন করা কৃষক নেতা রাকেশ টিকাইত বলেছেন, বিজেপির মতো বিপদজনক কোনও রাজনৈতিক দল নেই ভারতে।

হরিয়ানায় সিরসায় কৃষক সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। এদিন বিজেপির সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন তিনি। টিকাইত বলেছেন, উত্তরপ্রদেশের নির্বাচনের আগে কোনও বড় মাপের হিন্দু নেতার হত্যা হবে। উনি বলেন, আমাদের আগে থেকেই সাবধান হতে হবে, কারণ ইউপির নির্বাচনের আগে কোনও বড় মাপের হিন্দু নেতার হত্যা করিয়ে দেশে হিন্দু-মুসলিম বিভেদ করিয়ে নির্বাচন জয়ের প্রচেষ্টা চালানো হবে।

কৃষক নেতা বলেন, যারা বিজেপির স্রস্টা ছিলেন, আজ তাঁরাই ঘরে বন্দি অবস্থায় রয়েছেন। টিকাইত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ২০২২-র মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু তা হয়নি। কৃষকদের চাষের ফসলও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে না। এছাড়াও টিকাইত সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, দেশের বড় বড় কোম্পানি ঋণ নিয়ে মুকুব করিয়ে নেয়, আর এরপর সেই কোম্পানি গুলি সরকারি সংস্থাকে কিনে নেয়।

 

Leave a Reply

error: Content is protected !!