Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যব্যাপী সংস্কৃতি উৎসব

সাকিব হাসান, সোনারপুর, ২২ আগস্ট: বাঙালিরা ভাই-বোনের সম্পর্ককে মজবুত করতে এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করে থাকেন। বোন বা দিদিরা তাঁদের ভাইয়ের মঙ্গল কামনায় হাতে রাখি বাঁধেন। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সংস্কৃতি উৎসব পালিত হল দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর, সোনারপুর পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের হরিনাভি মোড়ে। উক্ত দিনে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়িকা অরুন্ধতী মৈত্র (লাভলি), সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসি বেগম ও রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডাঃ পল্লব দাস, এবং ১৮ নং ওয়ার্ডের তৃণমুল যুব কংগ্রেসের সভাপতি জয় দে (তাপ্পু)।

এদিন বিধায়িকা অরুন্ধতী মৈত্র বলেন এই উৎসব আমাদের সম্প্রীতির উৎসব, ভাতৃত্বের উৎসব এবং সমস্ত ধর্ম সমস্ত বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সম্প্রীতির বার্তা দিচ্ছি। আজকের দিনে আমরা মানুষকে একটাই কথা বলতে চাই আমরা ধর্মে নয় আমরা বর্ণে নয় আমরা সবাই মানুষ। তাই সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর সমাজ গড়তে চাই। আজ রাখির সাথে সাথে করোনার জন্য পৌরসভার তরফ থেকে মাস্ক বিতরন করা হচ্ছে।

 

Leave a Reply

error: Content is protected !!