দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মানুষ কার কাছে নিরাপদ। মহিলারা কার কাছে গেলে নিজেকে বিপদমুক্ত মনে করবে। যে রক্ষক সেই ভক্ষক! নাবালিকা সহ একাধিক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল পুলিশের সব ইন্সপেক্টরকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লিতে।
অভিযুক্ত পুলিশকর্মীর নাম পুনিত গ্রেওয়াল বলে জানা গিয়েছে। তিনি স্পেশ্যাল সেলের সাব-ইন্সপেক্টর। তবে শেষ কিছুদিন হল তিনি একজন ডিসিপি ট্রাফিকের সঙ্গে কাজ করেছিলেন। ধৃত পুলিশকর্মীকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
ধৃতের বিরুদ্ধে পুলিশ চারটি মামলায় এফআইআর দায়ের করেছে। ধারাগুলি হল ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা, ৩৫৪-র ডি ধারা এবং পকসো অ্যাক্টে মামলা রুজু হয়েছে। এক পুলিশকর্তা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ মিলতেই শনিবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ধৃতকে দিল্লি কোর্টে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।