Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মুর্শিদাবাদে এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করল জমিয়তে উলামা

ছবি : নিজস্ব

আব্দুল খাবির, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ : লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। সেই বিলের প্রতিবাদে ঝড় উঠেছে দেশের নানা প্রান্তে। একাধিক সংগঠন, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ অসাংবিধানিক আখ্যা দিয়ে এই বিলের প্রতিবাদ করে চলেছেন। আজ শুক্রবার জুম্মার নামাজের পর প্রায় পাঁচ হাজার জমিয়ত কর্মী একত্রিত হয়ে মুর্শিদাবাদে ভগবানগোলায় নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

বিতর্কিত ও অসাংবিধানিক এই বিল মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। যেভাবে এই বিলে মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে এবং দেশজুড়ে এনআরসি চালু করতে চেয়ে হুমকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তার তীব্র বিরোধিতা করেছেন ভগবানগোলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, ‛হয় এই বিল প্রত্যাহার করা হোক, নয়তো সমস্ত দেশে গনআন্দোলন চলতে থাকবে। ইংরেজ শক্তির থেকে তাঁদের শক্তি বেশি নয়। লক্ষ লক্ষ মুসলিম-অমুসলিমের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই শান্তিপূর্ণ দেশকে নিয়ে খেলা বন্ধ করুন।’

সংগঠনের অন্যতম সদস্য আতিফ সেখ বলেন, ‛আমাদের আন্দোলন ভারতের গনতন্ত্র ও সংবিধানকে বাঁচানোর আন্দোলন। মোদী সরকার একের পর এক সমস্যায় জনগনকে আতঙ্কিত করে দেশে অর্থনিতির সর্বনাশ করে চলেছে। এই জুলুম আর সহ্য করা হবে না।’ মুফতি শাহাতুল্লাহ বলেন, ‛বিজেপি সরকার হিটলারের মতো শাসন শুরু করেছে। আগামীতে এই বিল প্রত্যাহার না করলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি হাতে নেব।’

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!