Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কলকাতায় মহামিছিল, হাঁটলেন কয়েক হাজার মানুষ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বহু দিন পরে এক দৃশ্যনন্দন মিছিল দেখল শহর কলকাতা। কোনও রাজনৈতিক দল, কোনও বিশেষ মত, কোনও নির্দিষ্ট সংগঠন ব্যতিরেকে শুধু নাগরিক সমাজের প্রতিনিধিত্ব করে পথে নামল শহরবাসী।

মহামিছিলে শোনা গেল, ‛এনআরসি চাই না, চাকরি চাই’ স্লোগান। শোনা গেল, ‛আমরা সবাই ভারতীয়, আমার কোনও ধর্ম নেই।’ শোনা গেল, ‛হিন্দু মুসলিম ভাইভাই, একইসঙ্গে থাকতে চাই।’

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে আগুন জ্বলছে প্রতিবাদের। তারই অংশ হিসেবে আজকের এই মহামিছিল। বৃহস্পতিবার বেলা ১২টায় মৌলালির রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত আয়োজিত মিছিল কত মানুষ হয়েছিল, তা অনুমান করে বলা কঠিন।

প্রতিবাদ-বিক্ষোভের জেরে আজ রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে দিল্লি, লখনউ, বেঙ্গালুরু, হায়দরাবাদে। দেশজুড়ে অশান্তির আবহে কলকাতা প্রতিবাদ করল গণতান্ত্রিক উপায়ে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!