দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে জোরকদমে। আর তাই রাম মন্দিরের পরিসরে থাকা জরাজীর্ণ ধ্বংসস্তুপগুলিকে ভাঙার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ২৫০ বছরের পুরনো সীতা রসোই মন্দির ভাঙা পড়েছে।
সীতা রসোই মন্দির ছাড়াও আনন্দ ভবন, কোহবর ভবন, সাক্ষী গোপালসহ এক ডজন মন্দির রয়েছে ওই চত্বরে। ইতিমধ্যে রাম মন্দির নির্মাণের টেন্ডার পাওয়া সংস্থা জেসিবি নিয়ে হাজির হয়েছে সেখানে। রাম জন্মভূমি ট্রাস্ট আগেই জানিয়েছিল, রাম মন্দির চত্বরে এক ডজন পুরনো মন্দির রয়েছে। সেগুলিকে ভাঙার কাজ শুরু হবে।
Tags:Ram Mandir