নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, রানাঘাট: ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ফ্রি অক্সিজেন সরবরাহ পরিসেবা চালু করেছে জামাআতে ইসলামি হিন্দ। এবার নদিয়ার রানাঘাটে পরিসেবার সূচনা করল জামাআত। এই ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেন্টারের সূচনা করেন জামাআতে ইসলামি হিন্দের আমিরে হালকা (রাজ্য সভাপতি) মাওলানা আব্দুর রফিক।
এদিন ফ্রি অক্সিজেন সরবরাহ কেন্দ্রের সূচনালগ্নে উপস্থিত ছিলেন ডাঃ রহমত আলী খান সাহেব (প্রাক্তন রাজ্য সভাপতি ও সমাজসেবা বিভাগের সম্পাদক, জামাআতে ইসলামী হিন্দ,পঃবঃ), মহঃ আসগার আলী মণ্ডল (জেলা ,সভাপতি, জামাআতে ইসলামী হিন্দ, নদীয়া),ডাঃ শিবাজী প্রসাদ কর মহাশয়(নোডাল অফিসার, রাণাঘাট পৌরসভা), কুশল দেব বনদ্যোপাধ্যায়(পৌর প্রশাসক, রানাঘাট পৌরসভা) সহ ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
জামাআতের জেলা সভাপতি আসগার আলি মন্ডল জানিয়েছেন, জেলায় মোট ৪ টি ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেন্টার চালু করা হবে। খুব দ্রুত অন্যান্য সেন্টার গুলির সূচনা হবে। জেলা জুড়ে এই পরিষেবা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।