Wednesday, March 12, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

কলকাতায় রাতের অন্ধকারে কুকুরদের ধর্ষণ! মৃত ২০ কুকুর, রঞ্জন বাড়ুইয়ের কুকীর্তি ফাঁস করল পশুপ্রেমীরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে কুকুরদের ধর্ষণের অভিযোগে রঞ্জন বাড়ুই নামের ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার হরিদেবপুরে। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে এলাকার কুকুরদের বাড়িতে নিয়ে এসে ‘ধর্ষণ’ করত রঞ্জন। সোমবার রাতে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন এলাকার মানুষ ও পশুপ্রেমীরা। তারপরই পর্দাফাঁস হয় কুকীর্তির।

অভিযুক্তের ঘরে হানা দিতেই দেখা যায়, বিছানায় ছড়িয়ে পড়ে প্রচুর সিরিঞ্জ, ওষুধ। সেইসঙ্গে একটি কুকুরছানাও রয়েছে। এরপরই উত্তেজিত জনতা ব্যাপক মারধর করে অভিযুক্তকে। অভিযুক্তের মুখে কালি লেপে দেয়। তার মাথায় ডিম ফাটায়। চলে উত্তমমধ্যম। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিস। অভিযুক্ত রঞ্জন বাড়ুইকে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

পশুপ্রেমী সমক চ্যাটার্জি ও তিতাস মুখার্জির বক্তব্য, ইতিমধ্যেই এলাকায় ২০টি কুকুরের মৃত্যু হয়েছে। আরও কয়েকটি কুকুরের শরীরে যৌন নিপীড়নের চিহ্ন মিলেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

 

Leave a Reply

error: Content is protected !!