Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

আইনের ধর্ষক! নির্ভয়ার ধর্ষকদের আইনজীবীই লড়বেন হাথরসের ধর্ষকদের জন্য

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের শিরোনামে নির্ভয়া গণধর্ষণকাণ্ডের ধর্ষক পক্ষের আইনজীবী এপি সিং। এবার হাথরসের ধর্ষকদের পক্ষেও মামলা লড়বেন তিনি। সূত্রের খবর, উচ্চবর্ণের সংস্থা ‛অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা’র প্রতিনিধিরা এপি সিংয়ের কাছে গিয়ে হাথরস মামলায় ধর্ষকদের পক্ষে মামলা লড়ার জন্য অনুরোধ করেন। এপি সিংকে দিয়ে এই মামলা লড়ানোর পরিকল্পনা মূলত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজা মানবেন্দ্র সিংয়ের। তিনি অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার জাতীয় সভাপতি।

জানা গিয়েছে, নির্ভয়া মামলার অভিযুক্তদের পক্ষের এই আইনজীবী এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। ফলে, তিনিই হাথরসের ধর্ষকদের পক্ষে মামলা লড়বেন, এটা মোটামুটি নিশ্চিত। উল্লেখ্য, দিল্লির নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের মতোই চাঞ্চল্যকর এই গণধর্ষণের মামলায় দলিত তরুণীর পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি লড়াইয়ের কথা আগেই জানিয়েছেন সীমা কুশওয়া। আইনি পেশার বাইরেও প্রতিবাদের খুব পরিচিত নাম সীমা কুশওয়া।

 

Leave a Reply

error: Content is protected !!