Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

সৌদি আরবের মতো ধর্ষকদের সোজা চৌরাস্তায় নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া উচিত: কঙ্গনা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সৌদি আরবের মতো ধর্ষকদের সোজা চৌরাস্তায় নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া উচিত, এবার এমনটাই মন্তব্য করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ধর্ষণ বন্ধ করতে হলে আইন আরও কড়া হতে হবে বলেও মন্তব্য করেন। গতকাল ভোপালে যান কঙ্গনা। সেখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেন তিনি । এরপর ধর্ষকদের উপযুক্ত সাজার কথা বলতে গিয়ে সৌদি আরবের উদাহরণ টেনে আনেন তিনি।

তিনি বলেন, “সৌদি আরবের মতো একাধিক দেশে অপরাধীদের সোজা চৌরাস্তায় নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়। পাঁচ থেকে ছ’টি গণধর্ষণের ঘটনায় অপরাধীদের ঠিক এভাবেই শাস্তি দেওয়া উচিত। তাহলে কিছুটা হলেও অপরাধীদের মনে ভয় তৈরি হবে।”

 

 

Leave a Reply

error: Content is protected !!