বুয়েনস আইরেস, ২৫ নভেম্বর: সম্প্রতি আর্জেন্টিনার আকাশে এক অদ্ভুতদর্শন মেঘের দেখা মেলায় নেটমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। সচরাচর এমন দৃশ্য দেখা যায়নি। গত ১৩ নভেম্বর আর্জেন্টিনার কাসা গ্রান্দে করোডোবার আকাশে বড় বড় উলের গোলার মতো টুকরো টুকরো মেঘের দেখা মেলে।