দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাবরি মসজিদ ভাঙার ঘটনায় অভিযুক্ত ৩২ জনকেই বুধবার নির্দোষ বলে রায় দিয়েছে বিশেষ সিবিআই আদালত। এরপরে ট্যুইট করে বিদ্রুপ করেছেন অনেকে। তাঁদের মধ্যে আছেন রাজনীতিবিদ, সমাজকর্মী ও অভিনেত্রীরা।
The Rath Yatra was a tourism project. Bharat Bhraman. ‘Chalo Ayodhya’ was a Discovery quest. Babri Masjid demolition was spontaneous!
— Tushar (@TusharG) September 30, 2020
সমাজকর্মী তুষার গান্ধী বাবরি মসজিদ ভাঙার আগে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার কথা উল্লেখ করে ট্যুইট করেছেন। তিনি মন্তব্য করেছেন, রথযাত্রা ছিল একটা ট্যুরিজম প্রজেক্ট। ভারত ভ্রমণের উদ্দেশ্যে রথ বেরিয়েছিল। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা স্বতঃস্ফূর্ত।