দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রামের নামে রাবণের তাণ্ডব, ধর্মের নামে দেশভাগের চেষ্টা চালাচ্ছে বিজেপি, বুধবার কলকাতার রামলীলা ময়দান থেকে গেরুয়া শিবিরকে এভাবে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
কংগ্রেস নেতা এদিন বলেন, বিজেপি চায় সমাজে যত সাম্প্রদায়িক মেরুকরণ হবে ততই তাদের লাভ। আর সেটাই হচ্ছে। এরা চাইছে ধর্মের নামে সমাজ ভাঙতে। সম্প্রতি এক পীরের দরগায় গিয়েছিলাম। সেখানে প্রার্থনা করলাম, আমরা মানুষ। আমাদের মানুষ করে রাখুন। দেশে শান্তি বজায় রাখুন। রামের এই দেশে রাবণ তাণ্ডব করছে। এদের থেকে দেশকে বাঁচান।
স্বাধীনতার লড়াইয়ের কথা টেনে এনে অধীর বলেন, ব্রিটিশরা আমাদের দেশ শাসনের জন্য ধর্মের নামে সমাজকে ভেঙেছিল। মুসলিমদের শত্রু হিসেবে দিখিয়েছিল ব্রিটিশরা। কারণ তারা জানত এদেশ শাসন করতে গেল ধর্মের নামে সমাজকে ভাঙতে হবে। কিন্তু স্বাধীনতার লড়াইয়ে দেশের সব ধর্মের মানুষ সামিল হয়েছিলেন। বরকতউল্লাহ-র সঙ্গে ভগত্ সিংও ছিলেন। খান আবদুল গফফরখানের ৯৫ বছরের জীবনের মধ্যে ৪৫ বছর কেটেছে জেলে। বহু কষ্টে পাওয়া সেই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। কারণ এখন ধর্মের নামে দেশভাগের চেষ্টা চালাচ্ছে বিজেপি। আবার এক স্বাধীনতার লড়াইয়ের সময় এসেছে।
রাজ্য কংগ্রেস প্রধান আরও বলেন, স্বাধীনতার পরেই হিন্দু মুসলমানকে ভুল বুঝিয়ে লড়িয়ে দেওয়া হয়েছিল। আরএসএসের লোকজন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। তাঁর দোষ ছিল, তিনি ‘ঈশ্বর আল্লাহ তেরো নাম’ স্লোগান দিয়েছিলেন। ব্রিটিশদের পথেই হাঁটছে বিজেপি। গেরুয়া শিবির চাইছে হিন্দুদের পার্টি হোক বিজেপি। সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য যা করতে হয় তা তারা করছে।