Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

২০০৮ সালে বন্যাদুর্গতদের জন্য ফ্রি ট্রেন দিয়েছিলেন লালু! মোদীর রেলমন্ত্রী ভাড়া নিচ্ছেন শ্রমিকদের থেকে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০০৮ সালে বিহারের কোসি নদীর তীরবর্তী অঞ্চলগুলি প্লাবিত হয়েছিল। তখন রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। তিনি বিনামূল্যে কোসি বন্যার্তদের জন্য ৬টি ট্রেন চালিয়েছিলেন। সহেরসা থেকে মধেপুরা, পূর্ণিয়া থেকে বামনখি, সহেরসা থেকে পাটনার মধ্যে চারটি ট্রেন এবং সমস্তিপুর থেকে সহেরসার মধ্যে দুটি ট্রেন চলছিল তখন।

বন্যা সবাইকে আর্থিকভাবে বিধ্বস্ত করেছিল, তাই লালু প্রসাদ এই ট্রেনগুলি বিনামূল্যে চালিয়েছিলেন। শুধু তাই নয়, একটি টিভি চ্যানেলের শো’ থেকে পাওয়া ১ কোটি টাকা বন্যাদুর্গতদের জন্য দান করেছিলেন লালু। এদিকে মোদী সরকার লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য ট্রেন চালিয়ে তাঁদের থেকে ভাড়া নিচ্ছেন। বর্তমান রেলমন্ত্রী পীযুষ গোয়েল ভাড়ার পাশাপাশি অতিরিক্ত ৫০ টাকা আদায় করছেন।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!