দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যের তিন আসনে উপনির্বাচনের পরদিন সোশ্যাল সাইট ও নিউজ পেপারে একটি ছবি প্রাধান্য পেয়েছিল। ছবিতে দেখা গিয়েছিল বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে তিন আঙুল দেখাচ্ছেন মুকুল রায়। সেই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
আসলে সেদিন মুকুলবাবু পুর্বানুমান করে অমিতকে বলেছিলেন, তিনটি আসনেই জিতব। উপনির্বাচনের ফলাফল কী হতে পারে? অমিতের এহেন প্রশ্নের জবাবেই মুকুল তিন আঙুল দেখিয়েছিলেন। যদিও ফল প্রকাশের পর মুকুল সাফাই গেয়ে বলেছেন, আমি তিনে তিন বলেছিলাম। তা হয়নি। সে তো মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন ৪২-এ ৪২ পাব।’
বৃহস্পতিবার ফল প্রকাশের পর স্বাভাবিক ভাবেই মুকুলকে পড়তে হয় প্রশ্নের মুখে। তিনে তিন হবে বলেছিলেন, কিন্তু বিজেপি তো গোল্লা পেল? সোশ্যাল সাইটে তাঁকে নিয়ে মিমও বানানো হচ্ছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন তিনে তিন বলে তবে কি অমিতকে হারেরই ইঙ্গিত দিয়েছিলেন মুকুল? সূত্রের খবর, দলীয় মহলে মুকুলবাবু অবশ্য তাঁর অনুগামীদের বলেছেন বিজেপির কৌশলগত ভুল হয়েছিল।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন