দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে মমতা বলেন, তাঁকেও ডাকতে পারে ইডি, সিবিআইয়ের মতো তদন্ত এজেন্সি। কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত নন তিনি। বরং জেলে যেতে তৈরি। সে হবে তাঁর স্বাধীনতা আন্দোলনের মতোই।
এ দিন ছাত্র সমাবেশে মমতা বলেন, ‛আজ আমার ভাইকে ডাকছে। কাল হয়তো আমায় ডাকবে। আমি তৈরি আছি। জেলে যেতে তৈরি কিন্তু বিজেপির সাম্প্রদায়িকতার সামনে মাথা নোয়াব না।’
নারদ কাণ্ডে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। বক্তৃতার শুরুর দিকেই মমতা সেই প্রসঙ্গ টেনে বলেন, ‛আজকে আসার সময় এক এমপি আমায় বলল, ওরা জানতে চাইছে, তোমার পার্টি মাসে কটা করে ব্লকে মিটিং করে। কী কী কর্মসূচি নেয়। সে তখন বলেছে, আমার পার্টি কী করে, তোমায় বলব কেন? ওদের নাকি বলতে হবে! গাঁয়ে মানে না আপনি মোড়ল।’