Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক দুর্ঘটনায় মৃত ৩, বিতর্কে অটল টানেল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহও হয়নি, ৩ অক্টোবর হিমাচল প্রদেশের রোটাংয়ে অটল টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর মধ্যেই একাধিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। মাত্র ৭২ ঘন্টায় বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন!

বর্ডার রোড অর্গ্যানাইজেশন ও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, টানেল খোলার পর থেকে এখনও পর্যন্ত হাজারেরও বেশি পর্যটক ও মোটবাইকআরোহী যাতায়াত করেছেন। এঁদের মধ্যে অনেকেই তীব্রগতিতে প্রতিযোগীতা করে নিজেদের কৃতিত্ব ফলানোর চেষ্টা করেছেন। তার ফলস্বরুপই এই মর্মান্তিক মৃত্যু।

মৃত্যুর ঘটনা ঘটতেই এবার নড়েচড়ে বসেছে বিআরও দফতর। জানা গিয়েছে, টানেলের বিতর দুর্ঘটনা এড়াতে এবার ডোপলার র‍্যাডার বসানো হবে। তার জেরে লাগাম ছাড়া গতির গাড়িগুলিকে সনাক্ত করা যাবে। এছাড়া ট্রাফিক নিয়ম বেধে দেওয়ার জন্য স্পিড লিমিট ৪০ থেকে ৮০ কিমি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বর্তমানে প্রতিদিন ২ ঘন্টা করে খোলা থাকবে এই দীর্ঘতম টানেল। টানেলের দেখভালের জন্যও সকাল ৯টা থেকে ১০ ও দুপুর ৪টে থেকে ৫টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!