দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেরলের স্থানীয় নির্বাচনে জয়জয়কার সিপিএম-বামেদের। ৯৪১টি গ্রাম পঞ্চায়েতের ৫০০টির বেশি জিতেছে তারা। ৬টি কর্পোরেশনের ৪টি, ১৪টি জেলা পঞ্চায়েতের ১০টি, ১৫২টি ব্লক পঞ্চায়েতের ১১২টি ঝুলিতে পুরেছে বামেরা। তবে পুরসভাগুলিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে রয়েছে।
বিজেপি ধাক্কা খেয়েছে ত্রিচুর, তিরুঅনন্তপুরম কর্পোরেশনে। তবে তারা গ্রাম পঞ্চায়েতের সংখ্যা দ্বিগুণ বাড়িয়েছে, একটি পুরসভাও জিতেছে তারা। এদিকে কেরলের স্থানীয় নির্বাচনে বড় সাফল্য পেয়েছে ওয়েলফেয়ার পার্টি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০টির বেশি আসনে জয়লাভ করেছে ওয়েলফেয়ার পার্টি। এখনও বেশকিছু আসনে এগিয়ে রয়েছে দলটি।