হাড়োয়া, ০১ সেপ্টেম্বর: দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেওয়ার জন্য ভুয়ো নথি তৈরি করে দেওয়ার অভিযোগে বিজেপি নেতার দাদা গৌতম সাহা-সহ ৫ জনকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। ধৃত গৌতম বিধানসভা নির্বাচনে হাড়োয়ার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহার দাদা। তবে ধৃতের সঙ্গে আত্মীয়তা অস্বীকার করেছেন বিজেপি নেতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে হাড়োয়ার গোপালপুরে দুয়ারে সরকার ক্যাম্পে ভুয়ো নথি জমা দিয়ে কৃষকবন্ধু প্রকল্পের ফর্ম তোলার অভিযোগ ওঠে ২ ব্যক্তির বিরুদ্ধে। পুলিশি জেরায় ধৃতরা জানায়, গৌতমের দোকান থেকে তৈরি করে দেওয়া হয়েছে ওই নথি। এর পরই বুধবার দোকানে অভিযান চালিয়ে গৌতমসহ ৫ জনকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ।