দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুকেশ অম্বানীর সংস্থা রিল্যায়্যান্স জিয়ো সবচেয়ে বেশি বরাত পেয়েছে ফাইভ জি স্পেকট্রামের, জানালেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অম্বানীর সংস্থা ৫জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে। যদিও এই দৌড়ে থাকা আরেক শিল্পপতি গৌতম আদানি থেমেছেন ২১২ কোটি টাকার বরাতেই।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সবমিলিয়ে ফাইভ জি স্পেকট্রামের নিলামে ১৫০,১৭৩ কোটি টাকার দর হাঁকা হয়েছে। ১০টি ব্যান্ডের যে ৭২,০৯৮ MHz স্পেকট্রাম নিলামে উঠেছিল, তার মধ্যে ৫১,২৩৬ MHz (৭১ শতাংশ) বিক্রি হয়ে গিয়েছে। ফাইভ জি স্পেকট্রামের জন্য প্রথম বছর ১৩,৩৬৫ কোটি টাকা পাবে কেন্দ্র। যে পরিষেবা আগামী অক্টোবর থেকে শুরু হতে পারে।