Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

রিলিফ ফান্ডের ১০ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার, অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগেই ব্যাঙ্কের টাকা তছরুপের অভিযোগ উঠেছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বিরুদ্ধে। এবার ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডের ১০ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফারের অভিযোগ উঠলো তাঁর বিরুদ্ধে। আর সেই অভিযোগে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে অভিযোগ দায়ের করলেন ভাটপাড়া পুরসভার প্রশাসক। সরকারি নিয়ম ভেঙে কীভাবে এই রিলিফ ফান্ড তৈরি করা হয়েছিল? তা খতিয়ে দেখতে ব্যাঙ্কের কাছ থেকে সমস্ত নথি জোগাড় করেছে পুলিস।

এর আগে শনিবার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পেট্রোল পাম্পে হানা দেয় ইবি ও গোয়েন্দা দফতর। শ্যামনগরের রাউতাড়ায় অর্জুন সিংয়ের পেট্রোল পাম্প। পাম্পের পেট্রোলে কোনও ভেজাল আছে কিনা বা পাম্পের কাগজপত্র সঠিক কিনা, তা খতিয়ে দেখেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ব্যারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দারা। সংগ্রহ করেন পেট্রোলের নমুনাও।

 

 

Leave a Reply

error: Content is protected !!