Thursday, March 13, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

নাইট শিবিরে স্বস্তি! সুনীল নারিনের বোলিং অ্যাকশনে কোনও সমস্যা নেই, ছাড়পত্র আইপিএল কমিটির

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : সুনীল নারিনের বোলিং অ্যাকশনে কোনও সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছে আইপিএলের ‘সাসপেক্ট বোলিং অ্যাকশন’ কমিটি। তাঁর নামও সরিয়ে নেওয়ায় হয়েছে ‘ওয়ার্নিং লিস্ট’ থেকে। যার ফলে নারিনের বল করতে কোনও সমস্যা থাকছে না।

নারিনকে ছাড়পত্র দেওয়া কমিটিতে আছেন রাহুল দ্রাবিড়, আইসিসি ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ, প্রাক্তন আইসিসি আম্পায়ার কে হরিহরন এবং বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। উল্লেখ্য, কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পরে নারাইনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট দিয়েছিলেন মাঠের আম্পায়াররা।

 

 

Leave a Reply

error: Content is protected !!