দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মাথা থেকে সিএএ-এনআরসি-এনপিআর সরিয়ে ফেলে নিশ্চিন্তে ঘুমোন, কিছুই হবে না, সোমবার রানাঘাটের সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে এমনটাই অভয় বাণী শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ন বস্ত্র বাসস্থান এবং স্বাস্থ্যের সরকারি পরিষেবা নিন। দুয়ারে সরকারের সুবিধা নিন।
পাশাপাশি তৃণমলননেত্রী কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে স্বাস্থ্যসাথীর তুলনা টানেন। দাবি করেন, কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পে শতকরা ৪০ টাকা দিতে হবে। রাজ্যের প্রকল্পে কোনও টাকা দিতে হয় না। প্রশ্ন তোলেন, এবার আপনারাই বলুন, কোন প্রকল্প বেশি ভাল। কোনও নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্প না নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করেছেন তিনি। তৃণমূলনেত্রী দাবি করেছেন ইতিমধ্যে ৯০ শতাংশ মানুষ পরিষেবা পেয়ে গিয়েছেন। ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে ১০ কোটি মানুষকে কার্ড বিলি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।