দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রয়াত হলেন জামাআতে ইসলামী হিন্দের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি (আমীরে জামাআত) তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাওলানা সাইয়েদ জালালউদ্দিন উমরী। শুক্রবার নয়াদিল্লিতে ৮৭ বছর বয়সে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
Maulana Syed Jalaluddin Umri, former president of Jamaat-e-Islami Hind, and a renowned Islamic scholar, author of more than two dozen books, is no more. He died at Al Shifa Hospital in New Delhi at around 8.30 pm today.
Issued by :
Syed Tanveer Ahmed
Secretary Media, JIH— Jamaat-e-Islami Hind (@JIHMarkaz) August 26, 2022
জামাআতে ইসলামী হিন্দের জাতীয় সাধারণ সম্পাদক টি আরিফ আলী শোকপ্রকাশ করে বলেন, “বিখ্যাত ইসলামিক পণ্ডিত এবং জামাআতে ইসলামী হিন্দের প্রাক্তন আমীর মাওলানা জালালউদ্দিন উমরীর মৃত্যুতে ভারতীয় মুসলিম সম্প্রদায় আজ তার একজন বিশিষ্ট এবং অসামান্য নেতাকে হারিয়েছে।”
Renowned Islamic Scholar, Ex-National President JIH, Maulana Syed Jalaluddin Umri has passed away. One of the 21st century’s leading figures of the Indian Muslim community. A man of vision and action. May Allah accept his deeds, forgive sins, bless with jannatul firdaus. pic.twitter.com/EYGiwrahKI
— Labeed Aliya (@labeedaliya) August 26, 2022
জালালউদ্দিন উমরী ১৯৩৫ সালে ব্রিটিশ ভারতের তামিলনাড়ুর উত্তর আরকোট জেলার পুট্টগ্রাম নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তামিলনাড়ুর জামিয়া দারুসসালাম থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর জামিয়া দারুসসালাম থেকেই ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন।
Renowned Islamic Scholar & former JIH President, Maulana Syed Jalaluddin Umri has passed away
"There are men among the believers who honoured their pledge to God: some of them have fulfilled it by death, and some are still waiting. They have not changed in the least."Quran 33:23 pic.twitter.com/qudSlpJr6w
— Mohammad Salman (@writesalman) August 26, 2022
জালালউদ্দিন উমরী তার ছাত্রজীবনে জামাআতে ইসলামী হিন্দের সহযোগী হিসেবে কাজ শুরু করেন। তার পড়াশুনা শেষ করার পর, তিনি নিজের গবেষণা বিভাগে নিজেকে উৎসর্গ করেন। তিনি এক দশক ধরে আলীগড় জামাআতের আমির এবং পাঁচ মাস ধরে একটি মাসিক পত্রিকায় (জিন্দগী-ই-নু) সম্পাদক হিসেবে কাজ করেছিলেন। পরে, জামাআত তাকে অল ইন্ডিয়া ডেপুটি আমির নির্বাচিত করে, যা তিনি চার বারে (১৬ বছর) দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে জামাআতের কেন্দ্রীয় কাউন্সিল অফ রিপ্রেজেনটেটিভস তাঁকে আমীর (প্রধান) নির্বাচিত করে। ২০১১ সালে তিনি আবার জামাআতের আমির হিসাবে পুনরায় নির্বাচিত হন।