Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘নোংরা ভাষা’, ‘হেট স্পিচ’ ও ‛বিদ্বেষ’ ছড়ানোর অভিযোগে অর্ণবের রিপাবলিক টিভিকে ২০ লক্ষ জরিমানা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অনেক আগেই অভিযোগ উঠেছে দেশের মধ্যে এক নাগাড়ে হিংসা ছড়িয়ে চলেছে রিপাবলিক টিভি। তার মধ্যে আবার কিছু দিন আগে আত্মহত্যায় প্ররচনা দেওয়ার অভিযোগে গ্ৰেফতার হন রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামীর। তাঁকে জেলে পুরেছিল মুম্বাই পুলিশ। পরে অবশ্য সুপ্রিম কোর্টে জামিন পান। এবার অর্ণবের মালিকাধীন টিভি চ্যানেল রিপাবলিক ভারতকে প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা করল যুক্তরাজ্যের কমিউনিকেশন রেগুলেটর অফিস অব কমিউনিকেশনস (অফকম)।

‘নোংরা মন্তব্য’, ‘হেট স্পিচ’, ‘ব্যক্তি ও ধর্মীয় গোষ্ঠীর প্রতি অপমানজনক ও বিদ্বেষপূর্ণ আচরণ’ এর অভিযোগ তোলা হয়েছে রিপাবলিক ভারত চ্যানেলের বিরুদ্ধে। অফকম জানিয়েছে, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ওই চ্যানেলে সম্প্রচারিত “পুছতা হ্যায় ভারত” অনুষ্ঠানে সঞ্চালক অর্ণব গোস্বামী এবং বক্তরা ব্রডকাস্টিং নিয়ম ভঙ্গ করেছিলেন। যুক্তরাজ্যেও ওই অনুষ্ঠানটি প্রচারিত হয়।

 

Leave a Reply

error: Content is protected !!