Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛ভুয়ো টিআরপি’ মামলায় মুম্বই পুলিশকে তদন্ত স্থগিতের আর্জি রিপাবলিক টিভির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛ভুয়ো টিআরপি’ মামলায় সুপ্রিমকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে। সেটির শুনানি না হওয়া পর্যন্ত মুম্বই পুলিশকে মামলার তদন্ত বন্ধ রাখার আর্জি জানাল রিপাবলিক টিভি। চ্যানেলের প্রধান আর্থিক আধিকারিক শিবা সুন্দরম জানালেন, আগামী ১৪-১৫ অক্টোবরের মধ্যে তিনি তদন্ত যোগ দিতে পারবেন।

চিঠিতে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট মামলার ভিত্তিতে সুপ্রিমকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। সেটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে তদন্ত আর না এগিয়ে যাওয়ার আর্জিও জানানো হয়েছে। সুন্দরম বলেছেন, তদন্তে সহযোগিতার যাবতীয় সাহায্যের বিষয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। কী কারণে যেতে পারবেন, তাও জানিয়েছেন সুন্দর।

চিঠির বয়ান অনুযায়ী, ব্যক্তিগত কাজে আগামী কয়েকদিন মুম্বইয়ের বাইরে থাকবেন সুন্দরম। তারপর ১৪-১৫ অক্টোবর মুম্বইয়ে থাকবেন তিনি। সেই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন মুম্বইয়ের জয়েন্ট কমিশনার (গোয়েন্দা শাখা) মিলিন্দ ভারম্বে বলেন, ‘গত ৯ অক্টোবর যে সমন জারি করা হয়েছিল, তা নয়া তারিখে দেওয়ার জন্য পুলিশকে চিঠি দিয়েছেন রিপাবলিক টিভির সিএফও এস সুন্দরম।’

 

Leave a Reply

error: Content is protected !!