দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সম্পাদকীয় সংগঠন ‘এডিটরস গিল্ড’-এর সদস্য পদ থেকে ইস্তফা দিলেন রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী। নিজেরই চ্যানেলে লাইভ শো-তে তিনি একথা ঘোষণা করেন। অর্ণব স্পষ্ট জানান, তিনি নিজে বহুদিন ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সাম্প্রতিক কালে ‘ফেক নিউজ়’-এর বাড়বাড়ন্ত নিয়ে ‘এডিটরস গিল্ড অফ্ ইন্ডিয়া’-র এরকম চুপ করে থাকা আসলে সংগঠনের ঐতিহ্যকেই নষ্ট করেছে। অর্ণব গোস্বামী প্রকাশ্যেই অভিযোগ করেন এডিটর্স গিল্ড আসলে একটি স্বশাসিত সংগঠনে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, অর্ণব গোস্বামী রিপাবলিক টিভির শুধু সম্পাদক নন, মালিকও বটে। তাঁর দীর্ঘ সাংবাদিক জীবনে তিনি নিজেও বহুবার আলোচনার বিষয়বস্তু হয়েছেন। এমনকি তাঁর নিজের চ্যানেলের খবরের ক্ষেত্রেও বেশ কয়েক বার অভিযোগ উঠেছে, তিনি কেন্দ্রীয় শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ হওয়ায় ঠিক খবর পরিবেশন করছেন না। এছাড়া মুসলিম বিরোধী ও ভুয়ো খবরের জন্য নেটিজনেদের প্রায়ই মুখর হতে দেখা গিয়েছে। কিছু দিন আগেই স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরাও প্লেনের যাত্রাপথে অর্ণব গোস্বামী খবর পরিবেশনের সমালোচনা করে এক বিতর্কে জড়িয়ে পড়েন।
Support Free & Independent Journalism