দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সূত্রের খবর, এই দুই জেলার জেলাশাসকদের ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে নবান্ন। ইতিমধ্যেই হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ইন্টারনেটে পরিষেবা চালুও হয়ে গিয়েছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
যদিও বাকি ৪ জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় এখনই স্বাভাবিক হচ্ছে না ইন্টারনেট পরিষেবা। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন অগ্নিগর্ভ রূপ নেওয়ায় মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও উত্তর দিনাজপুর এই ছ’টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেয় রাজ্য সরকার।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন