দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সিএস কারনানকে গ্রেফতার করল চেন্নাই পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের মহিলা বিচারপতি, বিচারপতিদের স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। চেন্নাই পুলিশের সাইবার ক্রাইম শাখা প্রাক্তন বিচারপতি কারনানকে গ্রেফতার করেছে।
গত ২৭ অক্টোবর চেন্নাই পুলিশের সাইবার ক্রাইম শাখা সি এস কারনানের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছিল। মাদ্রাজ হাইকোর্টের এক বিচারপতির লিখিত অভিযোগের পরই এই মামলা রুজু করেছিল পুলিশ। চেন্নাই পুলিশের এক সিনিয়র অফিসারের কাছে এই অভিযোগ জমা পড়েছিল মাদ্রাজ হাইকোর্টের এক প্রবীণ আইনজীবী মারফত। সেখানে দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের কাছে সি এস কারনানের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল।
২০১৭ সালে প্রাক্তন বিচারপতি কারনান প্রথম বিচারপতি হিসাবে কারাদণ্ড পেয়েছিলেন। তিনি সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। সুপ্রিমকোর্টের বিরুদ্ধে মন্তব্য করার জন্য ৬ মাস জেল খাটতে হয়েছিল তাঁকে। সেই সময় সুপ্রিমকোর্টের সাতজন বিচারপতির বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন মুখ্যবিচারপতি জেএস খেহার, তিনি পশ্চিমবঙ্গের পুলিশ প্রধানকে নির্দেশ দেন কারনানকে গ্রেফতার করার। কিন্তু তিনি গ্রেফতারি এড়াতে উধাও হয়ে গিয়েছিলেন। পরে মোবাইন ফোন ট্র্যাক করে তাঁকে কোয়েম্বাটোর থেকে গ্রেফতার করে পুলিশ।