Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আইন কেবল ধনীদের সাহায্যের জন্য! অবসরের অনুষ্ঠানে বিস্ফোরক সুপ্রিমকোর্টের বিচারপতি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের আইন ব্যবস্থা কেবল ধনীদের সাহায্যের জন্য। অবসর পেতে চলা সুপ্রিমকোর্টের বিচারপতি দীপক গুপ্ত তাঁর অবসরের অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন। শীর্ষ আদালতের বিচারপতির এমন বার্তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

দীপক গুপ্ত বলেন, বিচার ব্যবস্থা ধনীদের সাহায্য করে। যদি কোনও ধনীদের ব্যক্তি বন্দি হন, তাহলে বিচার ব্যবস্থা তাড়াতাড়ি কাজ করে, আর বন্দি যদি দরিদ্র হন, তাহলে বিচারের গতি থিতিয়ে পড়ে। হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারক ছিলেন দীপক গুপ্ত। এরপর তিনি সুপ্রিমকোর্টে বিচারপতির আসনে বসেন।

করোনার আবহে সুপ্রিমকোর্টের বিচারপতি দীপ গুপ্তের অবসরকালীন অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হয়। আর সেই অনুষ্ঠানেই তিনি এমন কথা বলেন। উল্লেখ্য, তিনিই শীর্ষ আদালাতের এমন একজন বিচারপতি , যাঁর অবসরকালীন অনুষ্ঠান ভিডিও কনফরেন্সিং-এ হল।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!