Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফিরিয়ে দেওয়া হোক পূর্ণ রাজ্যের সম্মান, মোদীর সর্বদলীয় বৈঠকে নিজেদের দাবিতে অনড় কাশ্মীরি নেতারা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফিরিয়ে দেওয়া হোক পূর্ণ রাজ্যের সম্মান নিজেদের দাবিতে অনড় রইলেন কাশ্মীরের রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে কাশ্মীরের তাবর নেতারা এক সুরে ৫টি দাবি জানিয়েছেন। তার মধ্যে প্রধান এবং সর্বপ্রথম দাবি কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকার ফিরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী মোদী তাঁদের দাবি শুনেছেন। তবে কাশ্মীরের উন্নয়নের স্বার্থে সবার আগে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করার কথা ঘোষণা করে। ঐতিহাসিক দিন ছিল সেটি। কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে মোদী সরকার। তারপরেই কাশ্মীরের জরুরি অবস্থা জারি করা হয়। সব রাজনৈতিক দলের নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছিল। দীর্ঘ দিন গৃহবন্দি অবস্থায় ছিলেন, ফারুক, ওমর, মেহেবুবা মুফতিরা।

তার পর থেকেই কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন সেখানকার রাজনৈতিক দলের নেতারা । কাশ্মীরের স্বার্থে, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং বেশ কয়েকটি রাজনৈতিক দল মিনে গুপকার অ্যালায়েন্স তৈরি করেছিলেন কাশ্মীরের অধিকার রক্ষার জন্য। তাঁরা একাধিকবার সমবেত হয়ে বৈঠকও করেছেন। কীভাবে কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো যায় তা নিয়ে সরব হয়েছিলেন তাঁরা।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা সর্বদল বৈঠকে কাশ্মীরের সব রাজনৈতিক দলের নেতারাই উপস্থিত হয়েছিল। সেই বৈঠকে ৫টি দাবি রেখেছেন তাঁরা। তার মধ্যে প্রথম ছিল কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকার ফিরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য আগেই সংসদে জানিয়েছিলেন সঠিক সময় হলে কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া আর যে চারটি তাঁরা প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন সেগুলি হল, যত দ্রুত সম্ভব কাশ্মীরে বিধানসভা নির্বাচন করা। কাশ্মীির পণ্ডিতদের সসম্মানে তাঁদের নিজের জায়গায় ফিরিয়ে আনা এবং কাশ্মীরের বাসিন্দাদের জমির অধিকার সুনিশ্চিত করা ও রাজনৈিতর বন্দিদের মুক্ত করা।

সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজনৈতিক দলের সহযোগিতা চেেয়ছেন। কাশ্মীরের ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু করার জন্য যাতে সব রাজনৈতিক দল সহযোগিতা করে তার অনুরোধ জানিয়েছেন। অমিত শাহ বৈঠকের শেষে বলেছেন কাশ্মীরের উন্নয়নে বদ্ধ পরিকর কেন্দ্র। পূর্ণ রাজ্যের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ঠিক পূরণ করবেন তাঁরা।

 

Leave a Reply

error: Content is protected !!