Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‛রিভিউ পিটিশনের প্রসঙ্গ কেন উঠছে, রায় মনমতো হয়নি বলে?’ – মুসলিমদের কটাক্ষ সংখ্যালঘু কমিশনের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যা মামলার রায় নিয়ে সন্তুষ্ট নয়, তাই রিভিউ পিটিশন দাখিল করা হবে। একথা পরিস্কার করেই জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। মুসলিম বোর্ডের এই সিদ্ধান্তে সায় দিয়েছিল জমিয়তে উলামায়ে হিন্দের মতো মুসলিম সংগঠনও। রিভিউ পিটিশনের পক্ষে অবস্থান নেওয়া মুসলিম পক্ষকে কটাক্ষ করেছেন জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ঘেরুল হাসান রিজভি।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

মুসলিমদের পক্ষকে কটাক্ষ করে রিজভি প্রশ্ন তুলেছেন, ‛এক বছর আগেও তো তারা বলত, সুপ্রিমকোর্ট যা নির্দেশ দেবে সেটাই মেনে নেবে। তাহলে এখন কেন রিভিউ পিটিশনের প্রসঙ্গ উঠছে? রায় মনমতো হয়নি বলে?’ তাঁর মতে অযোধ্যা মামলার রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করলে ভারতের হিন্দু-মুসলিম সম্প্রীতি ধাক্কা খাবে।

তিনি আরও বলেন, রায়ের পর সংখ্যালঘু কমিশনের বৈঠক হয়েছে। কমিশনের সব সদস্যই মনে করেন এই বিতর্ককে আর টেনে নিয়ে যাওয়ার কোনও যুক্তি নেই। দেশের সাধারণ মুসলিমরাও রিভিউ পিটিশন চায় না বলে মনে করেন রিজভি। তিনি বলেন, ‛মুসলিমদের পক্ষ থেকে যদি রিভিউ পিটিশন দাখিল করা হয় তাতে হিন্দুদের কাছে বার্তা যাবে যে, মুসলিমরা রামমন্দির তৈরিতে বাধা দিতে চাইছে। এটা সম্প্রীতির জন্য খুব একটা ভাল জিনিস হবে না।’

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!