Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

দালালি করলে পুরস্কার, সত্য প্রকাশে অত্যাচার? ভাঙড়ে বেধড়ক পেটানো হল ২ সাংবাদিককে

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, ভাঙড় : আবারও সাংবাদিক নিগ্রহ। আবারও ঘটনাস্থল সেই ভাঙড়। এক রাজনৈতিক দলের সভায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিছু হিংস্র, উন্মত্ত জনতার হাতে বেধড়ক মার খেলেন ভাঙড়ের দুই তরুণ সাংবাদিক। একজন ‛আপনজন পত্রিকা’ এবং ‛বেঙ্গল নিউজ’–এর সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে অপরজন ‛ডিএন বাংলার’ সাংবাদিক আব্দুর রহমান কাজী।

প্রহৃত দুই সাংবাদিককে ভাঙড় থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখে।তাদের চিকিৎসা তো দূরের কথা ঘটনায় ভাঙড় থানা ‛অতি সক্রিয়তা’ দেখিয়ে কোনও অভিযোগ ছাড়াই শুধুমাত্র ক্ষমা স্বীকারের মধ্য দিয়ে দুই সাংবাদিককে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভাঙড়ের দুই তরুণ অসহায় সাংবাদিকের সমর্থনে কোনওরুপ সাহায্য করতে হাত বাড়ায়নি কোন রাজনৈতিক দল। তবুও আমরা হতাশ নই, বরং উৎসাহিত। আমাদের উপরে যতই আক্রমণ হবে ততই শানিত হবে আমাদের কলম, ততই ঝলসে উঠবে আমাদের ক‍্যামেরার ফ্ল‍্যাশ।যেখানেই অন‍্যায় হবে, অবিচার হবে আমরা প্রতিবাদ করবো, প্রতিরোধ করবো। কেউ সংবাদিকদের কন্ঠরোধ করতে পারবে না।

 

Leave a Reply

error: Content is protected !!