সেখ ইউনুস আলি, দৈনিক সমাচার, বারাসাত: করোনাকালে স্তব্ধ গোটা বিশ্ব। ঠিক তেমনি বছর দুয়েক থেকে বন্ধ স্কুল-কলেজ। পড়াশোনা বন্ধ প্রায়ই সকল প্রকার ছাত্রছাত্রীদের। কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় স্তরে অনলাইন পঠনপাঠন হয়ে উঠেছে আজ পড়াশোনার মাধ্যম। অন্যদিকে বিদ্যালয় কিংবা উচ্চ্যমাধ্যমিক স্তরে পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক সকলেই। এহেন পরিস্থিতিতে মুসকিল আসান করতে তথা কিছুটা হলেও ছাত্রছাত্রীদের পড়াশোনাকে টিকিয়ে রাখতে উদ্যোগ নিল বারাসাতের আরএইচ অ্যাকাডেমি। সারাবছর ধরে এখানে মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা (নীট) সংক্রান্ত প্রস্তুতির বিষয় নিয়ে কোচিং করানো হয়ে থাকে। কিন্তু এই লকডাউনে চালু হতে চলেছে ফ্রী কোচিং ক্লাসের। প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এবছর চালু হয়েছে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা তথা পুরো সায়েন্স বিভাগের পঠনপাঠন।
উত্তর ২৪ পরগণা জেলার বারসাতের কাজীপাড়ায় কেন এই উদ্যোগ নেওয়া হতে চলেছে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিষ্ঠানের সেক্রটারি শিক্ষক হাবিব আলি মোল্লা জানান, “অতীতে অনেক দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বিনা পয়সা তে পড়িয়েছেন। তার কথায় অর্থনৈতিক ভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের পাশে তিনি সব সময় থেকেছেন ভবিষ্যতেও থাকবেন আর এইচ অ্যাকাডেমির মাধ্যমে।”