দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আলীগড় মুসলিম ইউনিভার্সিটিকে ‘সন্ত্রাসবাদীদের আখড়া’ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ‘সন্ত্রাসী’ তকমা দিয়ে বিপাকে পড়লেন হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র অশোক পান্ডে। হিন্দুত্ববাদী ওই নেতাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশের সিভিল লাইন পুলিশ আইপিসির ধারা ১৫৩ এ, ১৫৩ বি, ৫০৫(২) এর আওতায় অশোক পান্ডেকে গ্রেফতার করেছে।
পুলিশের কাছে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, অশোক পান্ডে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে আলীগড় মুসলিম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খানকে একজন বিশ্বাসঘাতক বলে সম্বোধন করেন এবং বিশ্ব বিদ্যালয়ে ‛সন্ত্রাসীদের শিক্ষা দেওয়া হয়’ বলে মন্তব্য করেন। ইউনিভার্সিটির তরফে দায়ের করা অভিযোগ পত্রে বলা হয়েছে, ‛এটি কেবল ইউনিভার্সিটির পরিবেশকে নষ্ট করতে পারে তা নয়, শহরের সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট করতে পারে।’